Wednesday, August 13, 2025
spot_img
Homeজাতীয়গ্রাহকের চাপে এলাকা ছাড়া সমবায় সমিতির মালিকদের ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন

গ্রাহকের চাপে এলাকা ছাড়া সমবায় সমিতির মালিকদের ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন

ঝালকাঠি থেকেঃ

ঝালকাঠির রাজাপুরে এফডিআরের প্রায় সাড়ে দশ কোটি টাকা নিয়ে গ্রাহকের চাপে এলাকা ছাড়া গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির মালিক পক্ষ’কে ফিরিয়ে আনতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী কিছু গ্রাহক। মঙ্গলবার সকাল ১০ টায় রাজাপুর উপজেলা সদরের মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্তিত গ্রাহকদের লিখিত বক্তব্যে পাঠ করেন পারভিন আক্তার।

এ সময় তিনি জানান, গ্রাম বাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি নামের এ প্রতিষ্ঠানটি ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন ওবায়দুল হক ননী, সাইফুল ইসলাম স্বপন, ফরিদ হোসেন ও সজল নামের ৪ ব্যক্তি। প্রতিষ্ঠানটির গ্রাহক ছয় শত জন। প্রতিষ্ঠানটির মালিক পক্ষ গত কয়েকমাস আগে গ্রাহকের সকল টাকা ফেরত দেয়ার জন্য মুনাফা ভিত্তিক টাকা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। গ্রাহকদের কাছ থেকে নেয়া মুনাফা ভিত্তিক টাকা বিভিন্ন ব্যবসার কাজে লাগানো থাকায় তা ফিরিয়ে দেওয়ার জন্য দুই বছরের সময় নেয়। কিন্তু গ্রাহকদের মধ্যে প্রভাবশালী একটি মহল তাৎক্ষণিক টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তাদের’কে চাপ প্রয়োগ করতে থাকে। প্রতিনিয়ত চাপ প্রয়োগ করে ভয়ভীতি দেখিয়ে বিনিয়োগ করা ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে মালিক পক্ষকে এলাকা ছাড়তে বাধ্য করে প্রভাবশালী মহল। আর সেই কারনে বিপাকে পরে অন্য সকল গ্রাহক। মালিক পক্ষের সাথে কথা বললে তারা এলাকায় এসে সকলের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেয়। কিন্তু তার জন্য তাদের সময় দিতে হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত গ্রাহক’রা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলে, আপনারা মালিক পক্ষকে এলাকায় এসে পুনরায় কাজ চালু করে যেনো গ্রাহকদের টাকা সকল টাকা ফেরৎ দিতে সেই ব্যবস্থা করে দিন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মনোরা, মনারা,কাজল,সাজেদা,পারভীন,মধুমালা,রেবা, মুকুল, রাবেয়া,ডলি,ঝুমুর,বিউটি,রিয়া ও কুরছিয়া।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments