Saturday, March 15, 2025
spot_img
Homeশিক্ষাবারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২য় মেয়াদে ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নিলেন আমেনা...

বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২য় মেয়াদে ম্যানেজিং কমিটির দায়িত্ব বুঝে নিলেন আমেনা আঁখি

ডেস্ক নিউজঃ

ঝালকাঠির রাজাপুরের বারবাকপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ২য় মেয়াদে দায়িত্ব বুঝে নিলেন আমেনা আঁখি। ১৮ জুন সকালে তিনি এ দায়িত্ব বুঝে নেন। তিনি পূর্ব রাজাপুরের মৃত নান্নু তালুকদারের মেয়ে এবং সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর’র সহধর্মিণী।

২য় মেয়াদে দায়িত্ব গ্রহন করে আমেনা আঁখি বলেন, আমাকে স্কুল সংশ্লিষ্ট সবাই আবার দায়িত্ব দেয়ায় সকলের প্রতি আমি চির কৃতজ্ঞ। পূর্বের মত আমি এবারেও আমার দায়িত্ব যথাযথ পালনের চেষ্টা করবো। আমি এবং আমার পরিবার সব সময়েই চাই মানুষের পাশে থাকতে। একটা শিক্ষা প্রতিষ্ঠান ভালো করে চালাতে পারলে ঐ এলাকাটার পরিবর্তন আসে। আমি চাই সবাই সবার দায়িত্ব সঠিক ভাবে পালন করুক তাহলে পরিবর্তন সম্ভব।

স্কুল সংশ্লিষ্ট একাধিক জন বলেন, আমরা আমেনা আঁখির স্কুল পরিচালনায় মুগ্ধ হয়ে চেয়েছিলাম তিনি আবারও এই দায়িত্ব নিবে। আমরা তার হাতে দায়িত্ব দিতে পেরে চিন্তা মুক্ত হলাম। সবাই মিলে কাজ করে এবার পরিবর্তনের পালা।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments