ডেস্ক নিউজঃ
ঝালকাঠির রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা মজিবর মৃধা ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা বাসীকে।
শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।’ তিনি বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগের শিক্ষা ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা।
তিনি আরও বলেন, আমি রাজাপুরের মানুষকে ভালোবাসি। তাদের পাশে সারাজীবন থাকতে চাই। সদর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি অনেকদিন। এর আগেও আমি জনগনের সেবা করেছি, আগামীতেও করতে চাই।