রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর কৃতী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করেন।
রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এবং জেলা শিক্ষা অফিস ২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক (বিদ্যালয়) মোঃ এবাদুল ইসলাম, ঝালকাঠি জেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মোঃ আঃ জব্বার। এছাড়াও এসময় কৃতী শিক্ষার্থীদের অভিভাবক স্ব স্ব স্কুলের প্রধান শিক্ষক, সভাপতি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।