ডেস্ক নিউজঃ
ঝালকাঠির রাজাপুরে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ১ নং সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদল এই আয়োজন করেন। ১৮ জুন সকালে ইউনিয়নের লেবুবুনিয়া সরকরী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সজীব, সাধারণ সম্পাদক মোঃ আমান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাহাত বেপারী, প্রচার সম্পাদক মাহামুদুল হাসান শাওন, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ তাওহীদ।
কর্মসূচি শেষে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক হারে বৃক্ষ রোপণের বিকল্প নেই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজে গাছ লাগাতেন এবং গাছ লাগানোর জন্য উৎসাহী দিতেন। তার সুদুরপ্রসারি চিন্তায় ছাত্রদল অনুপ্রাণিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে আসছে। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তারা জানান।