Wednesday, August 13, 2025
spot_img
Homeসারাদেশরাজাপুরে তরুণীকে মারধরের অভিযোগ

রাজাপুরে তরুণীকে মারধরের অভিযোগ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার পুটিয়াখালী গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণীকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন তুলি আক্তার রাজাপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, গত ৫ জুলাই দুপুর ১২টার দিকে ফারজানা বেগম নামের এক তরুণী বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির সামনের খালের পাড়ে পৌঁছালে মামুন হাওলাদার ও আজিজ হাওলাদার তার পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

এ সময় আজিজ হাওলাদার তার গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন এবং কানে থাকা ৮ আনা ওজনের দুল ছিনিয়ে নেন, যার মূল্য আনুমানিক ১ লাখ ৩০ হাজার টাকা বলে দাবি করা হয়। এছাড়া মামুন হাওলাদার তরুণীর শ্লীলতাহানির চেষ্টাও করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় ফারজানা বেগমকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অভিযুক্ত মোঃ মামুন হাওলাদারের স্ত্রী মোর্শেদা বেগম জানায়, মারামারির সময় আমার স্বামী বাড়িতে ছিলনা।

এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments