ডেস্ক নিউজঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন। ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে ৩য় ধাপের তালিকায় রয়েছে রাজাপুর উপজেলা। এই নির্বাচনকে সামনে রেখে সকল প্রার্থীদের নানামুখী প্রচার প্রচারণা চলমান। এর ধারাবাহিকতায় রাজাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী চন্দ্র শেখর হালদার মতবিনিময় সভা করেছেন।
আজ ১০ মে সন্ধ্যা ৭ টার এই সভায় রাজাপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল বারেক ফরাজি, বর্তমান সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক শামসুল আলম বাবুল গাজী সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, একবার ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সরকার থেকে জনগণের জন্য বরাদ্দ যাতে সুষ্ঠু বন্টন হয় তার খেয়াল রেখেছি। সারাজীবন জনগনের পাশে থাকতে চাই যার জন্য আবার নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তবে বিগত ১০ বছর সন্তানদের সুশিক্ষিত করার জন্য সময় দিয়েছি যাতে আমার মত তারাও জনসেবায় তাদের জীবন উৎসর্গ করতে পারে।