ডেস্ক নিউজঃ
আসন্ন মুসলমানদের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠির রাজাপুর উপজেলার সর্বস্তরের জনগনকে শুভেচ্ছা জানিয়েছেন উপজেলার মঠবাড়ি ইউনিয়নের পুখরিজানা গ্রামের শাহ আলম খানের সন্তান, তরুণ সমাজসেবক, কোরিয়া প্রবাসী আসাদুজ্জামান খান অপু।
ছোট বেলা থেকেই পরোপকারী মানুষিকতায় বেড়ে ওঠা এই মানুষটি নিজের সাধ্য মতই অসহায় মানুষের পাসে থাকেন সব সময়। দীর্ঘ দিনের প্রবাস জীবনেও এর ব্যাতিক্রম আসেনি তার জীবনে। তাইতো ইতোমধ্যে তিনি নিজের স্বাধ্য অনুযায়ী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দরিদ্র খেটে খাওয়া সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সহ আর্থিক সহযোগিতা পৌঁছে দিয়েছেন।
আসাদুজ্জামান খান অপু বলেন, শত প্রতিকূলতার মাঝেও সকলের জীবনে ঈদ বয়ে আনুক নির্মল আনন্দ। তার ইউনিয়ন সহ পুরো উপজেলার কল্যানে কাজ করে যাওয়া এখন জীবনের অংশ হয়ে দাড়িয়েছে। তাইতো শুধু ঈদে নয় সকলের সুখে দুঃখে সব সময় কাছে থাকায় বদ্ধ পরিকর।