Friday, August 8, 2025
spot_img

রাজাপুর(ঝালকাঠি)প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর একটি এক চালার ঘর রাতের আঁধারে চুরি করে নিয়ে গেছে। শনিবার (২৬ জুলাই) রাতে সিমানার তারের কাটার বেড়া কেটে পাশ্ববর্তী খালে ফেলে নিয়ে যায়। এ ঘটনায় রাজাপুর থানায় অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজাপুর থানা পুলিশ।

অভিযোগে ঘরের মালিক আব্দুল্লাহ আল মামুন জানান, বড় কৈবর্তখালী এলাকায় সড়কের পাশে আমার ক্রয়কৃত জমিতে কিছু দিন আগে একচালার একখানা কাঠের ঘর নির্মান করি। ঘরের নির্মান কাজ পুরোপুরি শেষ না হওয়ায় আমার পরিবার নিয়ে সেখানে বসবাস শুরু করিনি। ২৬ তারিখ রাত আনুমানিক ২ টা থেকে ভোর ৫ টার মধ্যে চোর আমার জমির সিমানার তারের কাটার বেড়া কেটে খালে ফেলে দেয় এবং আমার ঘর খানা ভাঙ্গীয়া নিয়া যায়। এতে আমার প্রায় ১ লক্ষ ৫ হাজার টাকার ক্ষতি হয়।

স্থানীয়রা জানায়, রাতের আঁধারে দুর্বৃত্তরা আবদুল্লাহ আল মামুনের ঘর খানা অদৃশ্য করে ফেলে। নিশ্চয়ই এটা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রাজাপুর থানার জানায় এএসআই কামরুজ্জামান জানায়, আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তির একচালার একটি ঘর রাতের আঁধারে অজ্ঞাতনামা ভেঙ্গ নিয়ে গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments