Saturday, March 15, 2025
spot_img
Homeসারাদেশরাজাপুরে কৃষি প্রযুক্তি মেলা'র উদ্বোধন

রাজাপুরে কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন

নিউজ ডেস্কঃ

ঝালকাঠির রাজাপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে রাজাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেন।

এ উপলক্ষে ২১ মে বিকাল ৫ টায় একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কৃষি অফিসের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মডেল মসজিদের সামনে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি (অঃ দাঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা) হাসান মাহমুদ সোয়াইব।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চদ্র মজুমদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহিদা শারমীন আফরোজ কষি কর্মকর্তা মেহেরুন নেছা পাপড়ী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জাইকা কর্মকর্তা মো. ইমরান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আশিক মাহমুদ, পলাশ হালদার প্রমূখ।

৩ দিন ব্যাপি এ মেলায় ১০টি ষ্টলে স্থানীয় কৃষক কৃষানীদের উৎপাদন করা বিভিন্ন ফল ফলাদীর পরশা সাজানো রয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments