Saturday, March 15, 2025
spot_img
Homeসারাদেশরাজাপুরে জামিনে বের হয়ে বাদীর ঘরদোর ভাংচুর

রাজাপুরে জামিনে বের হয়ে বাদীর ঘরদোর ভাংচুর

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে মামলা থেকে জামিনে বের হয়ে বাদীর ঘরদোর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার মঠবাড়ি ইউনিয়নের দক্ষিন সাউথপুর গ্রামের মৃত মগদুব আলী হাওলাদারের ছেলে ও মামলার রিক্সা চালক মোঃ জামাল হাওলাদারের সাথে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী জানায়, তার চাচাতো ভাই স্থানীয় মৃত আসসাফ আলী হাওলাদারের ছেলে মো. সজল হাওলাদার এবং ফুফাতো ভাই মৃত ইউসুফ গাজীর ছেলে এসাহাক গাজীর সাথে দীর্ঘদিন জমিজমা নিয়ে ঝামেলা চলছে। স্থানীয় সালিশগন মীমাংসার চেষ্টা করলেও তারা ব্যার্থ হলে জামাল হাওলাদার থানায় অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে একটি ননজিয়ার মামলা হয়। আসামীপক্ষ কেউ হাজিরা না দিলে ওয়ারেন্ট তামিল করে আদালত। ওয়ারেন্ট মোতাবেক ১০ তারিখ রাতে সজল হাওলাদারের স্ত্রী মিনারা বেগম ও তার মা তহমিনা বেগমকে গ্রেপ্তার করে রাজাপুর থানা পুলিশ। এদিকে সজল এবং এসাহাক গাজী মামাতো ফুফাতো ভাই হওয়ায় আসামীরা জামিনে বেড়িয়ে আসলে এসাহাক গাজীর ভাগিনা উপজেলার আদাখোলা গ্রামের মো. হাসেন খানের ছেলে গত ১১ জুন আসরের নামাজের পরে ক্ষিপ্ত হয়ে জামাল হাওলাদারের ঘরে হামলা চালায়। এতে তার ঘরের দরজা জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে বিভিন্ন আসবাব পত্র ভাঙ্গে এবং ঘরের লোকদের মারধর করে। এসময় তারা ক্ষিপ্ত হয়ে ভাতের পাতিলের ভাত ঘরের মেঝেতে ফেলে দেয়।

এ ব্যাপারে এসাহাক গাজীর ছেলে বাহাদুর গাজী বলেন, আমার বাবা এবং আমরা এই হামলার বিষয়ে কিছুই জানি না। তারা অতি উৎসাহী হয়ে এই কাজ করেছে। আমরা এর বিচারের ব্যবস্থা করতেছি।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আতাউর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments