ডেস্ক নিউজঃ
ঝালকাঠি রাজাপুর উপজেলায় সদ্য নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার উপজেলার সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ভাবে এই শুভেচ্ছা জানান।
কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।
নতুন নির্বাচিতরা প্রত্যেকে জাতীয় নেতা আমির হোসেন আমু এবং স্থানীয় এমপি ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমের পক্ষ থেকেও রাজাপুর উপজেলা বাসীকে শুভেচ্ছা জানান। তারা উপজেলার সকল জনসাধারণকে আগামী ৫ বছর তাদের পাশে থাকার আহবান জানান।