Saturday, March 15, 2025
spot_img
Homeজাতীয়ঝালকাঠিতে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনডিপির প্রতিনিধি দল

ঝালকাঠিতে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করলেন ইউএনডিপির প্রতিনিধি দল

নিউজ ডেস্কঃ

ঝালকাঠিতে গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেছে ইউএনডিপির একটি প্রতিনিধি দল এবং বেসরকারি সংস্থা ওয়েব ফাউন্ডেশনের গ্রাম আদালত প্রকল্পের প্রকল্প সামন্বয়কারী।

বুধবার ১৮ ডিসেম্বর সকালে ইউএনডিপির টিম লিডার সিরাজুল হক, (প্ল্যানিং, এম এন ই এন্ড রিপোর্টিং), ইউএনডিপির প্রজেক্ট এনালিস্ট শরিফা পারভীন এবং গ্রাম আদালত প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. নজরুল ইসলাম ঝালকাঠি সদর উপজেলার কীর্ত্তিপাশায় ও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় গ্রাম আদালতের কার্যক্রম এবং নথিপত্র পর্যালোচনা শেষে চেয়ারম্যান, ইউপি সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, এবং গ্রাম পুলিশ সহ সকলের সাথে গ্রাম আদালত নিয়ে আলোচনা করেন।
প্রতিনিধি দলের সাথে গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার অক্ষয় সরকার, উপজেলা সমন্বয়কারী উপজেলা সমন্বয়কারী এস, এম, ওমর ফারুক, মহিউদ্দিন আল নাহিয়ান, গোলাম রাব্বানী ও সঞ্চিতা বিশ্বাস উপস্থিত ছিলেন।

জানাগেছে, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হচ্ছে। ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়ন এবং বাংলাদেশ সরকারের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments