Monday, March 10, 2025
spot_img
Homeজাতীয়রাজাপুরে সালিসি চলমান অবস্থায় গাছ কাটায় দুই পক্ষের উত্তেজনা

রাজাপুরে সালিসি চলমান অবস্থায় গাছ কাটায় দুই পক্ষের উত্তেজনা

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুরে বিরোধীয় জমিতে সালিশ বৈঠক চলমান অবস্থায় একপক্ষের জোর করে গাছ কাটায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি উপজেলার গালুয়া ইউনিয়নের গালুয়া বাজার সংলগ্ন হাসপাতাল রোডে ঘটেছে।

দীর্ঘদিন ধরে ভোগদখল করে আশা হাসান শরীফের মেয়ে রুহানা বেগম বাদী হয়ে মৃত আলম শরীফের ছেলে তোফাজ্জেল শরীফ এবং তোফাজ্জেল শরীফের ছেলে অহিদুল শরীফের নামে রাজাপুর থানায় জোর করে গাছ কাটার এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ থেকে জানাযায়, অভিযুক্তরা চাচা এবং চাচাতো ভাই। জমাজমি নিয়ে বিরোধ চলায় স্থানীয় সালিশগন মীমাংসার জন্য একাধিকবার বসে, কিন্তু তারা সালিসদের কথা উপেক্ষা করে জমির প্রায় বিশ হাজার টাকার গাছ কেটে ফেলে।

এ বিষয়ে অভিযুক্ত তোফাজ্জেল হোসেন বলেন, আমি আমার জায়গার গাছ কেটেছি। এই জমি এতদিন আমিই ভোগদখল করে আসছি। সালিশগন আমাকে গাছ কেটে নিতে বলায় আমি কেটেছি।

এ ঘটনায় স্থানীয়রা আশঙ্কা করছেন যে, যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনা হয়, তবে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বর্তমানে এলাকাবাসী উৎকণ্ঠার মধ্যে রয়েছে এবং পুলিশ প্রশাসন পরিস্থিতি শান্ত করতে দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো ইসমাইল হোসেন বলেন, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES
- Advertisment -spot_img

Most Popular

Recent Comments