ডেস্ক নিউজঃ
সারা বাংলাদেশে বইছে উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া। তার ধারাবাহিকতায় ৩য় ধাপের নির্বাচনে ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলাও রয়েছে। ইতোমধ্যে ২ তারিখে নমিনেশন জমা দিয়েছেন পাচ জন প্রার্থী। কারোর প্রার্থীতা বাতিল না হলে, কেউ নাম প্রত্যাহার না করলে ৫ জনই প্রতীক বরাদ্দ নিয়ে জনগনের ভোটের অপেক্ষায় থাকবে।
এদিকে গত ৩ এপ্রিল রাজাপুর থেকে পরিচালিত “স্বপ্নের রাজাপুর” নামে একটি জনপ্রিয় ফেসবুক গ্রুপে ৫ জন প্রার্থীর নামের উপরে ভোটের আয়োজন করে। তাতে নির্ধারিত ২৪ ঘন্টায় মোট ভোট পরে ৩৭৪ টি। তারমধ্যে মিলন মাহমুদ বাচ্চু মৃধা ২৬৩ (৭০%), আহসান হাবিব সোহাগ ৫০ (১৩%), আফরোজা আক্তার লাইজু ৩৪ (৯%), জিয়া হায়দার খান লিটন ১৭ (৪%), নজরুল ইসলাম মুকুল মৃধা ১০ (২%) ভোট পায়। এছাড়াও পোস্টের কমেন্ট বক্সে প্রার্থীদের সমর্থকেরা তাদের পছন্দের প্রার্থীর নাম লিখে যায়। ব্যালটের ভোটের আগে এমন অনলাইন ভোট প্রার্থীদের নির্বাচনের মাঠে হাটার নতুন ছক করতে বাধ্য করবেন বলে মনে করেন নেটিজেনরা।
তবে অনলাইন ভোটের ব্যপারে প্রত্যেক প্রার্থীর সমর্থকদের আলাদা মতামত রয়েছে, কেউকেউ বলছে মানুষ যে যাকে যেমন ভালোবাসে সমর্থন করে তেমন ভাবেই প্রকাশ করে হোক সেটা অনলাইন কিংবা অফলাইন। আবার কেউ কেউ বলছে এটা জনপ্রিয়তা দেখার মাধ্যম হতে পারে না, সাধারণ ভোটাররা অনেকেই ফেসবুক চালায় না। তাই ভোটের দিন ফলাফল পর্যন্ত অপেক্ষা করতে হবে জনপ্রিয়তা দেখতে। যার জনপ্রিয়তা বেশি সেই হবে উপজেলা চেয়ারম্যান।